Robi Emergency Balance Code: আমরা যদি বাংলাদেশের টেলিকম অপারেটরদের কথা আলোচনা করি তবে সেখানে Robi একটি বড় মাপের স্থান অধিকার করে আছে। বাংলাদেশের বেশিরভাগ মানুষই রবি সিম ব্যবহার করে থাকে, এবং তাদের মধ্যে একটি বিরাট অংশের মানুষ এমন আছেন যারা আনলিমিটেড কল এর জন্য রিচার্জ করেন না।
আনলিমিটেড কল না থাকার কারণে কিছু কিছু সময় আমাদের এমন সমস্যার মুখোমুখি হতে হয় যখন আমাদের ভীষণ দরকারের সময় আমাদের ব্যালান্স শেষ হয়ে যায়
এরকম ধরনের অসুবিধা গুলির কথা মাথায় রেখেই সকল টেলিকম কোম্পানির নিজের নিজের Emergency balance lone দেওয়ার সুবিধা থাকে। ঠিক সেরকম ভাবেই Robi-র তরফ থেকে emergency balance অথবা Robi Jhotpot balance এর ব্যবস্থা আছে।
Robi Emergency Lone Balance | *123*0007# |
Emergency Minute Lone Balance | *123*0008# |
Emergency MB Lone | *123*003# |
Emergency Balance Check Code | *1# অথবা *222# |
How to get emergency balance in Robi
Robi SIM emergency balance পাওয়ার জন্য আপনি নিচে দেওয়া প্রক্রিয়াটি অনুসরণ করে USSD কোড এর মাধ্যমে নিজের জন্য রবি ইমারজেন্সি ব্যালেন্স লোন বা রবি ইমারজেন্সি ব্যালেন্স পেতে পারেন।
> Robi Balance Check কিভাবে করবেন জানুন বাংলায়
প্রসেস ১: রবি ইমারজেন্সি ব্যালেন্স কোড
- আপনার মোবাইল এর ডাইল প্যাডে চলে যান
- *123*007# টাইপ করুন
- রবি সিম সিলেক্ট করে ডাইল করুন
এটা করার পর আপনার রবি নম্বরে আপনার পূরবর্তী রিচার্জ এর উপর নির্ভর করে আপনাকে ইমার্জেন্সি ব্যালান্স দেওয়া হবে। এর সাহায্যে আপনি ১২-১০০ টাকা পর্যন্ত ঝটপট ব্যালেন্স পাবেন।
প্রসেস ২: SMS এর মাধ্যমে ঝটপট ব্যালেন্স
আপনি আপনার রবি নম্বর থেকে “START 0” টাইপ করে 8811 নম্বরে পাঠিয়ে দিন। এভাবেও আপনি ইমার্জেন্সি ব্যালান্স নিতে পারবেন।
Robi Emergency Minute Loan Code
আপনি যদি ইমার্জেন্সি ব্যালান্স নিতে না চান, তবে নিচে দেওয়া প্রক্রিয়ার মাধ্যমে আপনি সহজেই রবি ইমারজেন্সি মিনিট লোন নিতে পারবেন।
- ডাইল প্যাড খুলুন
- *123*008# টাইপ করুন
- রবি সিম সিলেক্ট করে ডাইল করুন
এভাবে আপনি নিজের নম্বরে মিনিট ব্যালান্স লোন নিতে পারবেন।
Robi Emergency MB Loan Code
রবি ইমার্জেন্সি MB পাওয়ার জন্য আপনার ডাইলপ্যাডে *123*003# ডাইল করুন।
Robi Emergency Balance Check Code
আপনি যেসব ঝটপট ইমার্জেন্সি ব্যালেন্স নিয়েছেন, তা চেক করার জন্য *১# অথবা *২২২# ডাইল করুন।
পরিশোধ না করা ঝটপট ব্যালেন্স চেক
রবি সিমে আগে থেকে লোন নেওয়া অথবা পরিশোধ না করা ঝটপট ব্যালেন্স চেক করার জন্য *৮# ডায়াল করুন এবং অ্যাকাউন্ট মেন্যুতে গিয়ে ১ চাপুন।
রবি ঝটপট ইমার্জেন্সি ব্যালেন্স এর শর্তাবলী

সবশেষে
আমি আশা করছি যে এই পোস্টে দেওয়া সবগুলি কোড সঠিক ভাবে কাজ করছে, এবং এর মাধ্যমে আপনি নিজের জন্য ইমার্জেন্সি ব্যালেন্স পাচ্ছেন।
যদি এসব কোড এর সাহায্যে আপনি লোন ব্যালেন্স না পেয়ে থাকেন তাহলে আপনি নিচে কমেন্ট সেকশন-এ আমাদের জানাতে পারেন। আমরা এ বিষয়ে আপনার যথাযত সাহায্য করার চেষ্টা করব।

A 16 Year old Blogger, Amateur web developer and a Learner!
Founder of BanglaySekho, Get Knowledge99 and some more blogs (🤫 Can’t reveal).